সৃজনশীল কবি-মাহমুদা সিমু এর লিখা কবিতা “স্মৃতির আবর্তন”

334
সৃজনশীল কবি-মাহমুদা সিমু এর লিখা কবিতা “স্মৃতির আবর্তন”

স্মৃতির আবর্তন

মাহমুদা সিমু

যখন ফুরিয়ে যায় প্রয়োজন তখন হারিয়ে যায় প্রিয়জন,
ঘটে চলে ক্যালেন্ডারের নানান পাতায় স্মৃতির আবর্তন।
প্রতিদিনই মনের গহীনের অভিমানগুলো একটু একটু ভাঙে,
কষ্টের যন্ত্রণারা জমতে থাকে বুকের আগ্নেয়গিরিতে।
চোখের ঝড়ে পরা কান্নাগুলো মিশে যায় বাষ্পমেঘের সাথে!
অসমাপ্ত আবেগগুলো ভেসে যায় উড়ে চলা মেঘেদের দলে।
ভালোবাসাগুলো ছিন্ন পাতার কান্নাজলের শব্দ শোনে।
না বলা কতো কথাগুলো নিস্তব্ধতার নিরবতায় হারায়,
আশাগুলো অন্ধকারের আগল খুলে পাখনা মেলতে চায় ;
ক্লান্ত মনটা রাতজাগা নিয়ন আলোয় দীর্ঘ রাতের প্রহর গোনে।
প্রতিক্ষণ কেটে যায় দূরের অন্তহীন শূন্যের পথে চেয়ে।
খারাপ ভালো, হাসি কান্নার খেলাঘরে জীবন যেন নিরুপায়,
নৈরাশ্যের শেষ সূর্যটাও থমকে যায় অন্ধকার পৃথিবীর বারান্দায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here