গোখরার ফনা তুলে জ্বলছে রোদ
নাসরিন আক্তার
ছায়াকেলি করে ফুটপাথ ধরে হাঁটি
পোষা পাখির মতো নেমে আসে ছায়া, দানা খুটে খায়
রোদের কারচুপিতে ফুড়ুৎ ।
ফুটপাথে নতুন টাইলস,গোলগোল সম্মোহনী নকশা,
পাকের চোখে চোখ রাখলেই ধাঁধা।
এক্কাদোক্কা করে ছুঁয়ে যাই পাকের ডান চোখ,বাম চোখ
গোখরার ফনা তুলে জ্বলছে রোদ
এক পাশে খাঁজকাটা সিঁড়ি
ছায়াটা পড়ে থাকে খাঁজের ভাঁজে
যেনো অবহেলাকুচি।
রোদের বিষবিছে সরীসৃপের মতো হাঁটে
ছায়াপথ যৌবনের পৌরাণিক তাঁত বুণে
কামরাঙা আলো আছড়ে পড়ে ছায়ার শরীরে।