আমরাই পারির পাবনার আটঘরিয়ায় দম্পতি মেলা অনুষ্ঠিত

817

  মাসুদ রানা দৈনিক আলাপ প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় দম্পতি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ই মার্চ ২০২১ শনিবার উপজেলার  শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজ শক্তিশালীকরণের মাধ্যমে  নারীর অধিকারকে সুরক্ষায় ও প্রতিষ্ঠার ‘স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘দম্পতি মেলা অনুষ্ঠিত হয়। সম-মর্যাদার পরিবার গড়ি’ এই স্লোগানকে সামনে নিয়ে আয়োজিত দম্পতি মেলায় সভাপত্বি করেন উপজেলা নাগরিক জোটের সভাপতি আলহাজ ইসহাক আলী।

ইউরোপিয়ন ইউনিয়ন ও নেটস বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ও আমরাই পারি পারিবারিক  নাগরিক জোট এর বাস্তবায়নে এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  মাজপাড়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান সুজন, খিদিরপুর বাজার বনিক সমিতির সভাপতি  এজেম চৌধুরী, মাজপাড়া ইউনিয়ন জোটের সভাপতি শিক্ষক আতাউর রহমান। উপস্থিত ছিলেন প্রজেক্ট কোডিনেটর শাহীনা পারভীন, এফও আশিকুর রহমান আশিক, এফএফ আবুল কালাম আজাদ, এফএফ ফুলজান, শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠাটি পরিচালনায় ছিলেন  জেলা নাগরিক জোটের সদস্য  শিক্ষক আব্দুল কাদের।

  শেষে বিজয়ী দম্পতিদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।সারা দিন ব্যাপী করোনার টিকা নেওয়ার নিবন্ধন করা হয় ।