কবিতার কন্ঠ
প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন
আমি কবিতার কণ্ঠে কথা বলি,
কবিতার কণ্ঠে গাই বাংলার গান।
কবিতার কণ্ঠেই বিরোধীতা করি,
সত্যের মাঝে খুঁজে পাই প্রাণ।
চারিদিকে যত অসত্য দেখি আমি,
সবকিছু বলার সুযোগ নাহি পাই।
নীরব থাকতে কষ্ট লাগে আমার,
তাইতো প্রতিবাদী কবিতা লিখে যাই।
নীরবে নিভৃতে লিখে চলি আমি,
করিনা তো কারো ভয়।
লেখাগুলি কাজে আসবে একদিন,
সেদিন আর বেশি দূরে নয়।
সবাই করবে সত্যের সন্ধ্যান,
অসত্যকে করবে প্রত্যাহার।
সুন্দর হয়ে যাবে সারা পৃথিবী,
খারাপ কিছুই থাকবে না আর।
সকলে গাইবে সত্যের গান,
অসত্যের হবেই পরাজয়।
সকলেই বলবে সত্যের কথা,
ফিরে আসবে ন্যায়ের বিজয়।
আমি হয়তো থাকবোনা সেদিন,
কবর হবে আমার চির বাসস্থান।
আমার আত্মা শান্তি পাবে তবু,
সত্যের হলে সুন্দর অবস্থান।