নয়নমণি
– রুনা লায়লা
নয়নমণি দিনে রাতে পথ চেয়ে থাকে
উদাস মনে ঘুরে-ফিরে পথের বাঁকে বাঁকে।
তাদের মনে কষ্ট ছিলো জানতো না তা কেউ
সারাটাক্ষণ বয়ে বেড়ায় দুঃখ বোধের ঢেউ।
বাবা- মায়ের দুইটি প্রদীপ ছিলো দু’ভাই- বোন
খুশির জোয়ার কানায় কানায় বাড়ির উঠোন কোণ।
হঠাৎ করেই বাবা- মায়ের ধরলো করোনা
বলল ডেকে নয়নমণি আমায় ধরোনা।
অবুঝ শিশু দুজনাতে ভীষণ ভেঙে পড়ে
এমন কেনো বলছো বাবা মন যে কেঁদে মরে
দুদিন বাদেই বাবা গেলো পৃথিবীটা ছেড়ে
একই দিনে করোনা যে মাকেও নিলো কেড়ে।
ঘরে ঘরে দিচ্ছে হানা নিচ্ছে তাজা প্রাণ
লিখছে সবাই দরদ দিয়ে কবিতা আর গান
এবার তবে থমকে দাঁড়াও রক্ষা করো প্রভু
অবুঝ শিশুর বাবা- মাকে নিও না গো কভু।