অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি _দিলু রোকিবা এর লিখা কবিতা “শব্দের বন্দী ”

922
কবি- দিলু রোকিবা এর অনন্য সৃষ্টি কবিতা “বাউরী বসন্ত ”
তিভাধর কবি__দিলু রোকিবা

শব্দের বন্দী

           ________ দিলু রোকিবা

শুদ্ধতম উচ্চারণে বা লিখলে তুমি বলতে কি ভাবে এর পূর্ণতা পেলে?
আর শব্দের বর্ণে তোমার সব ইচ্ছেরা কেমন আদরে কাগজে বন্দী হলো!
আরে ওরা সব ডানা মেলে আমার স্বপ্ন ভ্রমণে চলে;
এবং আজ রাত যাকে বর্ণে বর্ণে বিছিয়ে দিয়েছি অবিরাম ঐ স্বপ্ন খন্ডনে….
আমার কালো চাদরে ঢেকে আছে অসংখ্য নক্ষত্রের পুঞ্জমালা!
তুমি দেখ চোখ মেলে ওরা এখন ভেজাবে আমাকে শব্দের বৃষ্টিতে , আর তোমাকেও…
আমাদের সাজানো যৌথ বাগানের সব ফুল কলি ফুঁটবে অঝরে..
আমার স্বপ্ন ময় বর্ণমালা আর দ্বিখন্ডিত শব্দ গুলো ডুব সাঁতারে ভেসে রাতের রুপালী চাঁদের স্পর্শে পুরো পূর্ণতা খুঁজে পেলো!
আর সব শব্দেরা এমনি করেই শুদ্ধতায় আমার ভালবাসার দেরাজে বন্দী হলো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here