কবিতার আশ্রয়
সাহানুকা হাসান শিখা
জীবন মৃত্যুর সন্ধক্ষণে দাড়িয়ে
চাই কবিতার আশ্রয়।
কবিতা তুমি, হাসপাতালের
আই সি ইউ বেড,ভেন্টিলেটার।
তুমি প্রাকৃতিকে পিছনে রেখে
হয়েছো কৃত্রিম শ্বাস প্রশ্বাস।
তুমি সাজানো কফিন,
আর সারি সারি লাশ।
তোমার খাতা থেকে মুছে গেছে
ফিউনারেল,বাজছে করুণ সুরের বেল।
তোমার আশ্রয় নিয়েছে জ্বলন্ত চিতা
জ্বলছে দাউ দাউ।
স্বজনের আহাজারী হাউ মাউ।
চলছে মানুষ তার অন্তিম ঠিকানায়,
কবিতা রয়ে গেল কবির ভাবনায়।