অপর বেলা
***নাসরিন জাহান মাধুরী
রৌদ্র প্রখর বর্ষণে রৌদ্রস্নানে পুড়েছি
মুখে তাচ্ছিল্যের হাসিটুকু নিয়ে–
হৃদয়েও বর্ষণ ছিলো, কান্না ভরা হাহাকারের মরুভূমি—
খাঁচা খুলে দিয়েছি, যে পাখি উড়তে চায় তাকে শিকল
বেঁধে লাভ কি বলো—
পরিযায়ী তুমি সময় রেখা পাড়ি দেবে–
বিপরীত ব্যস্ততার ভাণে কষ্ট লুকানোর খেলা
খেলে যাবো–
অপর বেলার প্রতীক্ষায় আমরা আমাদের এই বেলা গুলোর কথা
মাথায় আনবো না।
ভুলে যাবো এ বেলায় আমাদের ফুল ফুটানোর খেলায় মেতে থাকার কথা ছিলো
আসুক আবার ফিরে পরিযায়ী পাখি
ঠিক সময় রেখায় অপর কোন বেলায়—