মনভাসির টান
আয়েশা মুন্নি
বিষাদেরা পড়েছে নীল শাড়ি।
বিরহের নিগূঢ় গহীন বনপথে চৈত্রের দুপুরের হুক খোলা নোনা হাওয়ায়,
আকাশের পুঞ্জ মেঘে মনভাসির টান।
অদ্ভূত মৌনতায় আমি কান পেতে শুনি,
ঝরে পড়া শুকনো পাতার সংসারে পাঁজর ভাঙ্গার শব্দ।
আকাশে দিকে চেয়ে দেখি,
অলসতায় মেঘগুলো পাহাড়ে হেলায় দিয়ে,
তুমুল অভিমানে আকাশের কোণে কোণে সংরক্ষিত হয়ে চলেছে।
তখন আমার সবুজ অরণ্যে দুঃখ পড়েছে দীর্ঘ শাড়ি।
অতঃপর তোমার সিঁথিকাটা চুলে বিলি কাটতে কাটতে
পরম অনুভবে ডুবতে থাকে আমার স্বপ্নের শতদল।
ডুবতে থাকি আমি, তোমার কালো চুলের নিঃসীম অন্ধকারে।
কেন, তুমি আমার বলার অধিকারটুকুও আমার নেই!
বুকের ব্যাথাটা বেড়েই চলে,
আর আমার অভিমান জমে অধিকার হরণে।