সমকালীন সৃজনশীল কবি-নাসরিন জাহান মাধুরী এর কবিতা“শুভ কামনা”

695
সমকালীন সৃজনশীল কবি- নাসরিন জাহান মাধুরী এর কবিতা“শুভ কামনা”

শুভ কামনা

নাসরিন জাহান মাধুরী

যারা থাকে দ্বিধাহীন অকপট
নেই ভণিতা নেই ছলে
দুঃখ বেদন যাই থাক না কেন
হেসে কথা বলে

তারা থাকুক নিরহঙ্কার
সজনে বিজনে
তারা থাকুক সত্যের সাথে
সদাই আপন প্রাণে

যাদের মনে নেইকো বিভেদ
শুধুই ধর্মের নামে
যাদের কাছে গরীব ধনীর
ভেদাভেদ নেই সম্মানে

তাদের জন্য শুভ কামনা
থাকে মনে প্রাণে
তাদের থাকুক সুখটি ঘীরে
পলে পলে প্রতিদিনে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here