নিলাম হয় সুখের চাবি
——হোসনেয়ারা বেগম
সময়ের সাথে জীবনের যতই হোক
দর কষাকষি
প্রত্যাশা প্রতিদিন।
দক্ষিনের ভিটে বাড়ি না হোক
ভালোবাসায় মাখামাখি
একটি দিন হোক অন্তত তোমার আমার।
অথচ নির্দয় সময় প্রতিদিনই
সুখের চাবিটি করে দেয় নিলাম।
তুমি আমি নির্বিকার নির্বিঘ্নে পার হই
অকাল সন্ধ্যার প্রচ্ছন্ন আঁধার।
বুকের গভীরে থৈথৈ অথৈ অনুতাপ
রাতভর দাপাদাপি ভাঙ্গনের হাহাকার
আবারও প্রত্যুষের প্রত্যাশা
নীরব আরাধনা
আবারও শুরু হয় জীবনের লেনাদেনা,
হাটে-ঘাটে দুঃখের পাইকারি সারি সারি
শুধু নিলামে ওঠে সুখের চাবিকাঠি।