তারুণ্যের কবি-সুমন কাজী এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “চোখ ”

621
তারুণ্যের কবি-সুমন কাজী

             চোখ

                          সুমন কাজী

চোখ নিয়ে লিখে গেছেন কত শত কবি,কত গান অজস্র কবিতা।
চোখ সেতো দেখতে পায় কত কিছু,ভিন্নতায় ভরা যার যার চোখ।
চোখ দিয়ে মিটায় খিদে মনের,
কেও আমায় গিলে খেতে চায় চোখ দিয়ে পলক না পরে।

আবার কোন যুগল চোখে চোখ রেখে কাটিয়ে দেয় সকাল,দুপুর,সন্ধ্যা বেলা
তারা যেন তাকিয়ে থাকতে চায় অনন্তকাল সারা বেলা।

রাস্তার মোরে বেলি ফুলের মালা বিক্রি মেয়েটার চোখের দৃষ্টিততে খিদে মেটায় ক্ষুদা পেলে,
হবে না কখনো খাওয়া বার্গার কিংবা পিৎজা শুধুই তাকিয়ে তাকা…
বাড়ী থেকে রাস্তার মোড়ে যাওয়ার পথে
ঐ দোকানে, গ্লাসের ওপাশে সুন্দর জামা পরানো পুতুলটার দিকে অবাক চোখে তাকিয়ে থাকা..
মনে মনে ভাবে

ইস কেউ যদি কিনে দিত আমায়।

ভাবতে ভাবতে চলে সে রাস্তার মোরের দিকে।
সিগনাল পড়েছে
মালা কটি বেচি তো আগে,
ঘরে অসুস্থ মা ছোট ছোট ভাই বোন।
গ্লাসের ওপাশে জামা?? সেতো মিথ্যে মরিচীকা,
এই জামা হয়তো কোন ধনীর দুলালির জন্য আমরা তো চোখে দেখেই মনের স্বাধ মিটাই….
পৃথিবীতে হায় হাজার রকমের বাহারি রকমে শুধু চোখ আর চোখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here