যাপিত জীবন
সাহানুকা হাসান শিখা
যাপিত জীবনটাকে আবার
নতুন করে আয়নায় দেখি।
আহার,নিদ্রা,দৈনন্দিন কাজ ছাড়া
আর সবটাই ছিলো মেকি।
কখনও শ্রুতের শেওলা হয়ে
ভেসেছি নদীর ঘোলাটে জলে।
আবার কখনও বা হতাশ হয়ে,
ভালো থেকেছি নানা কৌশলে।
তারপরও বিদায় জানাতে পারি নি
এই অবহেলিত প্রতিবিম্ব কে।
রোদ চশমার আড়ালে ছিলো,
এক বিদগ্ধ অলিক প্রত্যাশা।
নড়বড়ে সেতু দিয়ে চলে এসেছি,
অনেক খানি পথ,বেড়েছে আত্মবিশ্বাস।
কিন্তু অতৃপ্তি রয়ে গেল কাল জুড়ে,
চেয়েছিলাম কি আর পেলাম কি,
সেই প্রশ্ন করি কাকে,আছে কে ?
যাপিত জীবন বাধ্য নয়, উত্তর দিতে।
আগামী দিন সেও হবে অর্থহীন,
হৃদয় মাঝে বেজে উঠে এক অচেনা বীন।
জীবনটা এক প্রশ্ন বিদ্ধ দূরবীক্ষণ,
নানা রঙ্গের নানা বর্ণের অনুরণন।