তারুণ্যের কবি-আরিফুল ইসলাম পলাশ এর অনুভুতি নিয়ে এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “নীলবন্দী ”

489
কবি-আরিফুল ইসলাম পলাশ এর অনুভুতি নিয়ে এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “নীলবন্দী ”
তারুণ্যের কবি-আরিফুল ইসলাম পলাশ

নীলবন্দী

               আরিফুল ইসলাম পলাশ

কষ্টগুলো ধূলোয় উড়িয়ে অন্তর্ভেদী চিত্রে ফ্রেম বন্দী হয়।
অনাদরে-অবহেলায় নীলবন্দী জোছনা নামে।
বাতাসের ঠোঁটে এ ঘর – ও ঘর হাপিত্যেশ ঘোরে।
নগরীর এক কোণে আমার আটপৌরে প্রেম ছিনতাই হয়।
অধিকার খেকো জমিদার ধর্ষন করে আফ্রেদিতা মন।
বুকের মাংস ঝলসে দেয় শহুরে আগুন।
প্রত্যাখ্যাত আর্তচিৎকার অলিন্দ-নিলয় আবর্তন করে।
আমার বেঁচে থাকা করুনাবিদ্ধ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here