বাংলা সাহিত্যের অন্যতম কবি-খাতুনে জান্নাত এর ভিন্ন মাত্রার হৃদয় ছোঁয়া কবিতা“সজীব আন্দোলন”

427
খাতুনে জান্নাত এর ভিন্ন মাত্রার হৃদয় ছোঁয়া কবিতা“সজীব আন্দোলন”

সজীব আন্দোলন

  খাতুনে জান্নাত

দিনকাল পুড়ে গেছে অভিবাসী হাওয়ায়
যুদ্ধ এবং ধ্বংস
কেউ জানতে চায় না আমাদের পরিচয়
তুমি বা আমি
মধ্যবর্তী দূরত্ব রেখে দেই।
আধুনিক অস্ত্রে সজ্জিত আধুনিক বিশ্ব
আমরা অন্ধ না চক্ষুস্মান কে বলতে পারে!
আসো তার চেয়ে চক্ষুদ্বয় খুলে রাখি

নিঃশ্বাস আটকে থাকে সফেদ মাক্স এ
উৎসব ও বৈশাখি ঢাকা থাকে কাফনে কাফনে।

গ্রহ ও গ্রহানু ক্রিয়াশীল মহাশূন্যতা অন্বেষণে-
মহাকাশ সৃজনে মানুষ…

অথচ বৃক্ষের চোখে কান্না
অথচ ভূমি ডুবে যাবার আর্তনাদ!
শ্রাবণে, প্লাবনে লিখে রাখা ভগ্ন সংগীত।

আসো আমরা অক্সিজেন হই
পাতায় পাতায় শিশির সিঞ্চন
আসো অশ্রু মুছি
অনাদি কালের ভাষা
আমরা কি হারিয়ে ফেলছি গ্রন্থিকতা?

চারপাশে রকেট আর মিশাইল গর্জন
মানুষ আকণ্ঠ ডোবে; ভেসে থাকে শব্দের নিয়তি?

কেবল সমব্যাথী হওয়া যথেষ্ট নয়

লকডাউনের অনির্দিষ্ট কোয়ারেন্টাইন
আর আইসোলেশনে ভয়ার্ত সময় নিয়ে শ্বাস ফেলা সহযাত্রী,
আর যারা হাত বাড়াচ্ছে এ ধূসর পৃথিবীর দিকে
তাদের জন্য রাখি শেষ আশ্রয়-
সাহসের সজীব আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here