কর্ণ জন্ম নেয়
সোনালি মণ্ডল আইচ
গাঙ শালিকের বাসার খোঁজে
তোলপাড় শিকারি
একদিকে পাড় ভাঙতে থাকে
পোড়া ক্ষিদে
অন্য দিকে জীবন্ত নদীর কলকল
বুকের মধ্যেকার
ধুকপুক সাথে পাকস্থলী সম্বল
চেতনা ঘরবার
নির্লজ্জের মত হার মানা এই
আধো জেগে
মাঝে মধ্যেই কেলেঙ্কারী কাণ্ড দেখি
রামায়ন চরিত্র
লঘু তরল অন্ধকারে আগুনের
আজব সংগ্রহ
পিছল ভাঙাচোরা পাটাতনে চাঁদ
সম্রাজ্ঞীর সাক্ষী
লাইব্রেরীটি চাপচাপ অক্ষরে ঠাসা
মন টিউবে
কর্ণ কবিতা কিছু জীবনচরিত
অসূর্যম্পশ্যা হলেও …
(কলকাতা)