সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন প্রতিভাধর কবি __নীলা আলম এর দুটি কবিতা “এক ফোঁটা প্রেম ” ও “কাব্যের ঘরখানি ”

787
কবি __নীলা আলম এর দুটি কবিতা “এক ফোঁটা প্রেম ” ও “কাব্যের ঘরখানি ”
তারুণ্যের কবি নীলা আলম

           ১

এক ফোঁটা প্রেম

                          নীলা আলম

~~~~~~~
নির্লিপ্ত নীলিমায় বলাকায় সে প্রেম আঁকি,
একবার দিয়েছিল হাতছানি
ডুবেছিল এক ফোঁটা নাকি!

পূর্ণতা পেল প্রেম
মাধবীকুঞ্জ কায়ার ভাঁজে
লুটায়ে সোনা বউ বসতি তার
কঠিন হৃদমাঝে ;

আহ্লাদে সেই সুরাসক্ত
চুলের আদলে দুলে ছিল অরন্যের দোলা,
মনের সারথি ছিল যে তখন কত্ত চঞ্চলা;

পুষ্প-পল্লবে ঘূর্ণি তুলে
বেভুল নৃত্য জড়ানো পা,
রুপোলী শাড়ি হিরণ্ময়ী সুভাসিত ছিল গা।

                     ২

কাব্যের ঘরখানি

~~~~~~
ওমন প্রণয় সোঁদাগন্ধ আজো যা নতুন……
আমি এখনো শিহরিত নীলু নামের ঝংকারে,
ভীষণ দৃঢ় নেশায় পৃষ্ঠার পর পৃষ্ঠায় যেন লুকিয়ে নেই আমার কাব্যের ঘর খানি,
আর ভাবি!
আরো কি আছে এমন
ছড়াতে হলুদ রংয়ের আলো;
আমায় দাও আরো পরে থাকা ধূম্রলোচনা
আমি বিষাদ মাখব গায়
লিখব বিহ্বলিত ঘোমটা তোলা যৌবন…
শুধু আমার নক্ষত্রের সেই জমানো ক’টা অক্ষর দাও…
যা রাত ভর পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি খুঁজে বেরিয়েছি,
পেয়েছি যখন সেই যে রেখেছি ঝোলায় ভরে,
তাই দাও বানাবো একখানা চাঁদের দেশের কাব্যের ঘরখানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here