বাসন্তী
আশিস মিশ্র
এও কি তার নাম?
কতোদিন মুখশ্রী দেখা নেই
তবে কার চরণে করবো প্রণাম।
তাকেই কি সব দেওয়া যায়?
সব, সব দেওয়া কাকে বলে?
রঙের নদীতে যৌবন ভেসে বেড়ায়।
কে, কে? তাকে কি দেখেছি কখনো?
আমায় কোনো বসন্ত ডাকে না?
তবে কি মেঘ হয়ে আসে ঘন?
চরণে তার ধরে থাকে মোহ
জন্ম থেকে মৃত্যুর প্রবাহে
চুম্বন না পেয়ে করেছি বিদ্রোহ?
কী জানি, কী জানি, হয়তো তাই
তুমিও চেয়েছো তোমার লালিত গোঁসাই।