“পরিচয়”লিখেছেন কবি—চিশতী রাজু আহমেদ। যেটি প্রতিভা সন্ধান কাব্য পরিষদ ২৯/০৮/২০১৯ তারিখের সেরা লেখা ।

486
কবি—চিশতী রাজু আহমেদ

  পরিচয়

             চিশতী রাজু আহমেদ

সংখ্যা দিয়ে আজকে ও ভাই করছে জাতের বিচার
কষ্ট লাগে এই কি হলো মানুষ চেনার ফিচার ?

সংখ্যাগুরু – সংখ্যালঘুর একই রক্তের দেহ
জাত-ধর্মে করতে দু-ভাগ পারছে আজো কেহ ?

চক্ষু – কর্ণে, সব অঙ্গতে সব মানুষেই সম,
হুদাই কেন দ্বন্দ্ব -বিভেদ প্রশ্ন এটাই মম ।

আবহমানকাল একই গ্রহে এক সঙ্গেতেই বাস,
মরলে মানুষ সকল ধর্মেই বলে তারে লাশ ।

কোথায় তখন ধর্মপতি পালায় তারে ছেড়ে,
ধর্মের দোহাই দিয়ে প্রাণটা আনুক না সে কেড়ে ?

ছড়ায় যারা ধর্মের নামে অ-সম্প্রীতির বীজ,
দে শালাদের হাড় করে জল ওরাই আসল চিজ ।

সু-সম্প্রীতির মধ্যে থেকেও ঐক্য করতে ছুটে,
সংগঠনের নামে তারা ব্যক্তি ফায়দা লুটে ।

কেহ বোঝার ভূলে কেলোর মূলে শুধুই বিভেদ ছড়ায়
অন্ধ-পঙ্গু-প্রতিবন্ধীই, আসল সংখ্যালঘু ধরায় ।

দু-কলম যার বিদ্যা পেটে ! তার ভিতরেই গরল
উস্কানি দেয় সম্প্রীতিতে বিনাষ করে সরল ।

বাবুরা নয়, এ সম্প্রীতিটা গড়ছে মূর্খেই তিলে….
কত মসজিদ-মন্দির বানায় শ্রমিক হিন্দু – মুসলিম মিলে ।

সেদিন ঐক্য হবে মানবকুলের জাত-ধর্ম সব ফানা
যদি ভীন-গ্রহের ঐ এলিয়ন এসে দেয়গো ধরায় হানা ?

যদিও নই কেউ অসাম্প্রদায়িক, ক্ষণিক নিঃশ্বাসেতে?
তবু যার ধর্ম সেই করুক পালন আপন বিশ্বাসেতে ।

এক বিধাতার সৃজন মোরা একই গ্রহের লোক
আমরা সবে মানব জাতি এই পরিচয় হোক ।।💟 💟

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here