“রুপসী বাংলা ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- তুলি আলম

457
“রুপসী বাংলা ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- তুলি আলম

রুপসী বাংলা

তুলি আলম
————–

বার বার ফিরে আসি এই মাঠে ঘাটে
সোনালী ধানের মোহে, মুগ্ধতার কোলে ।
আবির মাখি যখন, সূর্য নামে পাটে,
ধান কাটার আমেজে হৈ হৈ রৈ রৈ বোলে ।
ধানের গন্ধে বধূয়া ঘোমটা সে খোলে ।
সবুজ ঘাসের গন্ধ, ভাসে মাঠে মাঠে,
শিশিরের ঘ্রাণ পেয়ে সখি-মন দোলে,
রস-হাড়ি নিয়ে গাছি ছোটে হাটে হাটে ।

যে বঙ্গে আছে রঙিন হেমন্ত বসন্ত
শরত শুভ্র আকাশ, হিরক শিশির,
অথৈ শত সমুদ্দুর; উন্মুখ দিগন্ত,
স্বণালী-প্রহর সুখ, অসীম অনন্ত ।
সে বঙ্গে ফেরার মন আকুল অধীর,
ফিরতেই হয় তাই-ঘনালে দিনান্ত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here