জীবনবোধের কবি-শাহনা রহমানের জীবন ধর্মী কবিতা “বারোমাস ওদের এভাবেই কাটে”

304
শাহনা রহমানের জীবন ধর্মী কবিতা “বারোমাস ওদের এভাবেই কাটে ”

বারোমাস ওদের এভাবেই কাটে
শাহনা রহমান

বারোমাস ওদের, খোলা মাঠে কাটে
ফুটপাতের ধারে, ফুটওভার সেটে
ঘোলা চোখে ওরা, আকাশ দেখে
আকাশের বুকে, আঁকিবুঁকি আঁকে
ছেঁড়া কাপড়, ভাত নেই পেটে
লজ্জা ওরা তালি দিয়ে ঢাকে
মরা ঈশ্বর আকাশে থাকে
নালিশ ওরা জানাবে কাকে?
মধ্যো রাতে ঘুম ভেঙে উঠে
শিশু সুধা খোঁজে মায়ের বুকে
ধু ধু মরুভূমি মায়ের বুক
শুকনো চোখ চুরমার বুক
মরা ঈশ্বর আকাশে থাকে
নালিশ ওরা জানাবে কাকে?
এভাবে ওদের বারোমাস কাটে
সুখগুলো ওদের অধরাই থাকে
ছেঁড়া কাপড় ভাত নেই পেটে
লজ্জা ওরা তালি দিয়ে ঢাকে
শিশুগুলো যখন ছোঁয় যৌবন
বেঁছে নেয় তাই নষ্ট জীবন
স্বর্গের দেয়াল কবে,চুরমার হবে?
শান্তিতে ঘুম,দুধ ভাত খাবে?
শহর হাঁটে ওরা সাথে হাঁটে
বারোমাস ওদের এভাবেই কাটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here