আসা যাওয়া
আনজানা ডালিয়া
কেনো আসো আনবাড়ি বুঝিনা
আমার চুড়িখানা তোমার আসাযাওয়ার বাতাসে বেজে ওঠে
অনুভবে গুছিয়ে রাখতেতো পারো সবুজ স্পন্দন,
সবসময় কুড়িয়ে নিতে হয়না সঞ্চয়।
আসাযাওয়া কেন –
আসাটাই সারা হোক।
আটপৌড়ে জীবনের মাধবীলতা মনটায় ঘাপটি মেরে বসো এবার
বেহিসেবী সুখে ভেসে যাক আঙ্গুলে আঙ্গুল রাখা মুহুর্তগুলো।