জন্ম যার রণক্ষেত্রে
জেসমিন জাহান
তরবারি হবো আমি আল আকসার
ছিনিয়ে আনবো এক সৌম্য স্বাধীনতা
কেড়ে নিয়ে একদিন করেছে উদ্বাস্তু
যুদ্ধজয়ে লড়ে ফিরে ঘুচাবো দৈন্যতা।
আমি ফিলিস্তিনী যোদ্ধা দেহমনে ক্ষত
বারুদ পোড়া জমিন থেকে বলছি
আজন্মের যোদ্ধা আমি; এ মাটি আমার
তাকেই পাবার অধিকার নিয়ে লড়ছি।
মুসলিম আমি, আমার ধর্ম বিশ্বজনীন
এই পদরেখা আঁকবো বিশ্ব প্লাটফর্মে
বিধ্বস্ত জন্মভূমি, তুমি প্রিয় রূপকথা
রণক্ষেত্রে জয়ঢাক বাজাবো নিজ কর্মে।
শ্বাস-প্রশ্বাসে যার বারুদ-বাতাসে মাখা
যে মায়ের কোল হারিয়েছে তার ঠিকানা
ধুলোয় মিশেছে জীবনের যত পাওয়া
পুড়ে ছাই হয়ে গেলো মানুষের আস্তানা।
ভেবো না এভাবে পার পাবে দুনিয়াতে
যেভাবে রক্ত ঝরিয়েছো মাটির কোলে
আশ্রয়হীন করেছো নিজেরই বাসভূমে
নিশ্চিহ্ন হবেই রক্ষাকর্তার এক বোলে।