পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালবাসা।প্রতিভাধর কবি__হোসনেয়ারা বেগম এর ভিন্ন ধর্মী কবিতা “নামহীন ভালোবাসা ”

689
হোসনেয়ারা বেগম এর ভিন্ন ধর্মী কবিতা “নামহীন ভালোবাসা ”
প্রতিভাধর কবি__হোসনেয়ারা বেগম

নামহীন ভালোবাসা

        —–হোসনেয়ারা বেগম।

———-
জল ভরে নেমে আসে যে আকাশ
ছায়া হয়ে তোমার তপ্ত মনভূমে
সে এক করুণাধারা
ক্লান্ত পরিশ্রান্ত তুমি বুঝিবা দিশেহারা
প্রবল বর্ষণে হিমেল প্রপাতে
ছুঁয়ে যায় যে তোমার তৃষ্ণার্ত সন্ধ্যা।
কিংবা প্রেইরীর সবুজ নূপুর পায়ে যে আসে প্রতিরাতে সংগোপনে
সে যে আমি নই
আমি এক নামহীন ভালোবাসা অদেখা পৃথিবী
স্মৃতি নেই স্বপ্ন নেই শুধু ধূসর চোখে
বিষন্ন বিকেলের ছবি আঁকি।
একটি সবুজ উদ্যান জানিনে কবে কখন
পুড়ে গেছে তাও
কঠিন বজ্রপাতে
জানি প্রগাঢ় অন্ধকার আমার চারিদিকে
তবুও খুঁজি সেই ঘাসফড়িং
যার ঝলসানো ডানায় শুধু আমারই
ছবি আঁকা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here