মিরাকল
————–
নাসরিন জাহান মাধুরী
জীবনের প্রতিটি মুহূর্ত একটা মিরাকল। গল্পটা কোথায় কখন কিভাবে টার্ণ নেয়!
কোথায় টুইস্ট কেউ জানে না।
তুমি চায়ের কাপে যতই গরম মশলা ঢালো
লাভ নেই জেনো…
মাতাল কখনোই নেশা থেকে ফিরে আসেনা
সে গল্প জানো নিশ্চয়ই…
শেষ কবে চায়ের কাপে ধোয়া তুলে তোমরা জীবনের সবচেয়ে সুখের কিংবা দুঃখের গল্প একে অন্যকে শুনিয়েছিলে মনে পড়ে?
তোমাদের এমন কোন গল্প নেই
মনে পড়বে কেমন করে?
এখন আর তোমার আমার বলে কিছু নেই…
নিজেকে নিয়ে ভাবো..
ঐ সব মিরাকল আর টুইস্টের আশায় বসে থেকে কি হবে?
একটাই জীবন..
দিনশেষে সবাই একা..