কবি—নীলিমা শামীম এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “মায়ের দোয়া”

674
কবি—নীলিমা শামীম এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “মায়ের দোয়া”
কবি—নীলিমা শামীম

মায়ের দোয়া

                – নীলিমা শামীম

সকাল থেকেই দেখি মায়ের
নানান কাজের তাড়া
মায়ের কোনো অবসর নেই
কাজ কর্ম ছাড়া।

খুটিনাটি সবকিছুই মা
করেন একা হাতে,
সন্তান কিংবা অন্যসদস্যরা
যোগ দেয় না তাতে!

অধিক রাতে শুয়ে মা যে
আবার ভোরে জাগে
সংসারটা সামলে রাখে
গভীর অনুরাগে।

শীত-গ্রীস্ম সবঋতুতেই মায়ের
হাত দুখানি শীতল,
সর্দি-কাশি জ্বরের ঘোরেও মা
কাজকর্ম অবিকল!!

নিজের কথা না ভেবে মা
ভাবে সবার কথা
মায়ের কোনো অভিযোগ নেই
আছে নীরবতা।

মায়ের ছায়ায় রইলে শিশুর
রোগ আরোগ্য হয়,
শত কঠিন অসুস্থতায় পড়েও
মা পাশে বসে রয়!!

তবুও দেখি মায়ের কাজের
দাম দেয় না কেউ
মায়ের জন্য তাইতো বুকে
ওঠে দুখের ঢেউ।

কবি “নীলিমা শামীম”
লেখিকা।
চট্টগ্রাম, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here