নান্দনিক কবি- মাসুমা সুইটি এর অসাধারণ কবিতা“প্রতিদ্বন্দী ”

361
নান্দনিক কবি- মাসুমা সুইটি এর অসাধারণ কবিতা“প্রতিদ্বন্দী ”

প্রতিদ্বন্দী

মাসুমা সুইটি

অন্ধকারের গহীন অরণ্যে
কাটাছেঁড়া পথটায়
সীমান্তের দৈর্ঘ্য মেপে চলি দিনরাত্রি।
আমাকে কটাক্ষ করে
হিংস্র দানবেরা উল্লাসে ফেটে পড়ে।
আর্তচিৎকারে নিজের টুটি চেপে ধরে
সংবরণের ভাষা হারিয়ে ফেলি।
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলি অমীমাংসিত পথের সীমানায়।
আমার জামা খিঁচড়ে ধরে বেদুইনের দল
আক্রোশে ঝাঁপিয়ে পড়ে
যেন সব পাপের প্রায়শ্চিত্ত
এবার আমাকেই বইতে হবে।
আমি কলুষিত সমাজের একটা অংশ হয়ে
অভিশাপ দেই নিজেরে বারংবার।
ক্রোধের অনলে নিজেরে লুকিয়ে
ডুবুরি হয়ে ডুব দেই পারাবারে।
যে নিশীথের গন্ধ শুঁকে শুঁকে এগিয়ে যাই
সেখানে থাকে শুধুই আমার লাশ পোড়া গন্ধ
নিজেরে খুঁজে পাই শবের মিছিলে।
নগর অরণ্যে ছায়া খুঁজে চলি প্রতিনিয়ত
আত্মমগ্ন হয়ে আবিস্কৃত হয়
নিজেই নিজের প্রতিদ্বন্দী আজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here