লন্ডন প্রবাসী অন্যতম কবি-মিনু আহমেদ এর কবিতা “শরৎ বাবুর অপেক্ষায়”

404
লন্ডন প্রবাসী অন্যতম কবি-মিনু আহমেদ এর কবিতা “শরৎ বাবুর অপেক্ষায় ”

শরৎ বাবুর অপেক্ষায়
—মিনু আহমেদ।

ভালোবাসা হারিয়ে যায় মিথ্যে অহংকারের কাছে।
নীল আকাশে কালো মেঘ সবই বেমানান লাগে।
চারিদিকে ছুটাছুটি করে অন্ধকারাচ্ছন্ন স্বপ্ন।
আলো আঁধারে খেলা করে জীবন।
কখনো দমকা হাওয়া কখনো প্লাবন।
স্বপ্নভঙ্গে শুরু হয় বাস্তবতা।
এরই মাঝে অনেক বসন্ত পেরিয়ে।
চুলগুলি উড়ে শরতের হাওয়ায়।
মাঝে মাঝে দুচোখের আর্দ্রতা
শ্রাবণ সন্ধ্যা সব যেন এলোমেলো।
গালের টোল পড়া হাসি যেনো বাঁধা পড়ে আছে বৈরীবাতাসে
শরৎ বাবুর অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here