“জীবন এখানে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি–এম টি, সাবিহা

495
“জীবন এখানে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি–এম টি, সাবিহা

জীবন এখানে 

                 এম টি, সাবিহা

এখানে বসন্ত হলো
ফ্যাক্টরির কালিমাখা শীর্ণ যন্ত্রাংশের মতো
মলিন,ধূসর।
স্বপ্নেরা সব
পরিত্যাক্ত শহরের ভগ্ন দালানের মতো অবসাদগ্রস্ত;
এখানে চড়ুই টুনটুনির কিচিরমিচির নেই,
সূৃর্যমুখির রেণুরা আর সঙ্গম বোঝে না,
বালিকাদের ছুটোছুটি লুটোপুটি উচ্ছলতা
থেমে গেছে বহুকাল ।

এখানে মানুষ আজ
অভিশপ্ত নগরীর বাসিন্দা
অসাড়, নিষ্প্রাণ।
এখানে তামাদি দেয়ালের আস্তরের মতো
খসে খসে পড়েছে জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here