মিথ্যে ক্রোকাস
অঙ্কিতা পোদ্দার
তোমার ঠোঁটের গহ্বরে এক একটা আস্ত মিথ্যে ক্রোকাস ফুটে রয়েছে
বীভৎস এমন অন্ধকারের মায়া তুমি কাটিও না!
যারা রোজ হারিয়েছে তাদের পাঁজর-প্রলাপ
সমস্ত জমি জুড়ে টকচে বমি ধুয়েছে,
তুমি গুটিয়ে নিয়েছ
নিজস্ব ছায়া ;অলক্ষ্যে তাদের।
ছায়ার ভিতর নৈঃশব্দ্য…
সহস্র বিন্দু আজ
সমুদ্র ধোঁয়ায় ঝাপসা,
আমাদের থেকে যাওয়াও
কিছুটা এমন।
ক্রমশ শ্বাপদগ্রস্থ রাত
মসলিন হয়ে
শরীরে তোমার নতজানু হচ্ছে…
বুকের রুঢ়তা
স্পর্ধা ঢেকে দিচ্ছে তোমার
যদিও বা…
ভালোবাসা আর স্পর্ধা বলতে
আমি একই বুঝি।