মন মেনে নেয়
ড.হোসনেয়ারা বেগম
সবাই থাকে বড় শহরে কেউ বা মফ:স্বলে
আমি শুধু থাকি একা এদের থেকে দূরে,
শিক্ষা-দীক্ষা মূল শহরে সেরে-
সবাই থাকে সেই শহরে অতি আরাম করে;
থাকে সবাই অট্টালিকায়, চড়ে দামি গাড়িতে
আমি থাকি টিনের ঘরে চড়ি ভ্যান রিক্সাতে,
হরহামেশায় ওরা যায় হোটেল-রেস্টুরেন্টে
অতিথি এলেও যায় ওরা নামি দামি চায়নিজে।
ঘরে ওদের হয়না তেমন যত্ন করে রান্না যে
কৃত্রিম খাবার খেয়ে ওরা থাকে কৃত্রিম অভ্যাসে,
সবুজ আর সহজ ছেড়ে থাকে ওরা বড় শহরে
এরই মাঝে জীবন খুঁজে থাকে মন মজিয়ে;
ওদের চেয়ে আছি বেশ অঁজ পাড়াগাঁয়েতে
মাঠের পরে মাঠ দেখি সবুজ দেখি প্রাণ ভরে,
রিক্সা চড়ি ভ্যান চড়ি বেড়াই মনের খুশিতে
নিজের হাতে রান্না করি খাই বেজায় তৃপ্তিতে।