সমকালীন সৃজনশীল কবি-সাবিনা আনোয়ার’র নির্বাক অন্তরের লিখা কবিতা“অভিশপ্ত তুমি”

391
কবি-সাবিনা আনোয়ার’র নির্বাক অন্তরের লিখা কবিতা“অভিশপ্ত তুমি”

অভিশপ্ত তুমি
— সাবিনা আনোয়ার

রাত যতো গভীর হয়
তুমি হয়ে উঠো এক অন্য মানুষ।
মধ্য যুগের রাজা মহারাজরা শরাবের নেশায় মাতাল হয়ে মশগুল থাকতো বাঈজী নাচে,
ভার্চুয়াল জগতে অনলাইনের সিগন্যাল তোমার বাঈজী ঘর।

মাঝ রাতে অসহায় নারীদের ইমোশনকে পূঁজি করে
নিভৃত স্বপ্নকে উসকে দিয়ে তুমি হয়ে উঠো এক বেশ্যা পুরুষ।

কাঙ্ক্ষিত স্বপ্নের তুমুল আকাঙ্ক্ষায় যখন উদ্যোগী হয় নারীগুলো ঠিক তখনই পাক্কা
অভিনয়ে তুমি মহানায়ক হতে গিয়ে হও খলনায়ক।
বিবেকহীন অব্যার্থ প্রলয়ে!

নিভৃতে ভালোবাসা ছোঁয়ার প্রত্যয় ধীরে ধীরে রুপান্তরিত হয় সর্বনাশের হাহুতাশে।
অবশেষে আবার ফিরে যায় ব্যাক্তিগত অন্ধকারে।

অতঃপর অনেক আলোকবর্ষ পেরিয়ে ইশ্বরের কৃপায় তোমার বুকেও জমবে নীলকষ্ট।
অভিশপ্ত সময়ে তুমি আর তোমার দীর্ঘশ্বাসে
বাস্তবের মহাপ্রলয় নেমে আসবে তোমার অতীত হাস্যরসে।

সীমানার শেষ বিন্দুতে বুঝবে তুমি যাতনার ত্রিশূল-
অতএব তুমি অভিশপ্ত থেকে যাও যুগযুগান্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here