তারুণ্যের কবি আয়েশা মুন্নি এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “সুনীল সাদৃশ্য ”

543
তারুণ্যের কবি আয়েশা মুন্নি

সুনীল সাদৃশ্য

                     আয়েশা মুন্নি

য‌দি তু‌মি আমায় ভালোবাস …
বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে আনা সুনী‌লের ১০৮ টি নীলপদ্মে তনু ঢেকে নেব।
সময় ফেরত সূর্যটাকে আমার অধিকার ভেবে নেব,
জীবনের রন্ধ্রে রন্ধ্রে বাজবে বোষ্টুমীর একতারার সুর ।

য‌দি তু‌মি আমায় ভালোবাস…
বরুনার সুগন্ধী রুমাল ছুঁয়ে কপোলে
বু‌কে ভরে নেব তোমার নামে বিশুদ্ধ বাতাস,
চির বসন্তের অনুভূতিতে তোমার প্রণয়িনী হব
অবিরল রঙের ধারার মধ্যে
খুঁ‌জে পাবে আমাকে তোমার ভা‌লোবাসার বৃত্তে ।

য‌দি তু‌মি আমায় ভা‌লোবাস …
না‌দের আলীর তিন প্রহ‌রের বি‌লে তরীতে ভাসবো দু’জন,
পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমরের খেলা দেখবো।
তোমার বুকে চোখ লুকিয়ে রা‌সের র‌ঙে রাঙ্গানো আমি,
হাতে পুরে নেব চৌধুরী রমণীর সুবর্ণ কংক‌ন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here