জীবনবোধের কবি-ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম’র জীবন ধর্মী কবিতা “সোনালি দিন”

256
-ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম'র জীবন ধর্মী কবিতা “সোনালি দিন”

সোনালি দিন
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

স্মৃতিমাখা সোনালি দিনগুলো মনে পড়ে
হৃদয়ের গল্পগুলো নীরবে শুধু মুছে যায়,
মনের জানালায় বয়ে যায় বেদনার ঝড়
যে ঝড়ের হাওয়ায় স্বপ্নগুলো কেঁদে মরে।
নীল আকাশে রঙধনু স্মৃতির ছবি আঁকে
ব্যথাগুলো সুরভিত হয়ে ফিরে আসে শুধু,
শেষ নীশিথে স্বপ্নেরা আসে ঘুমের ঘোরে
হয়ে যায় অশ্রুভরা বেদনার চির ইতিহাস।
নীরব কান্নাগুলো বেদনা হয়ে জমে থাকে
মনের আকাশে বয়ে আসে পথহারা ক্লান্তি,
বইতে পারিনা আর বিরহ বেদনার বোঝা
যে বেদনায় মনের সুখগুলো গেছে হারিয়ে।
স্মৃতিগুলো অন্ধকারে আলো হয়ে আসুক
দুঃখের দিনগুলো হয়ে যাক অনেক সুখের,
খুশির প্রাসাদে আবার হবে যে সরব দেখা
সুখের ভীড়ে সব দুঃখগুলো যাবে যে চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here