ফাঁসিতেও ঝুলতে রাজি, সংবাদ সম্মেলনে মেয়র জাহাঙ্গীর

317

দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ  আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমি কোনো অন্যায় করিনি। আমি জনগণের জন্য কাজ করি। সিটি করপোরেশনের উন্নয়নে আমি কাজ করি। সিটি করপোরেশন থেকে আমি কোনো ধরনের ভাতা নেইনি। তাই ২০১৩ সালের পর থেকে আমাকে হত্যা করতে আমার পেছনে কিছু লোক লেগে ছিল। তারাই আমার বিষয়গুলো নিয়ে ভুল ব্যাখ্যা করেছে।

আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বিষয়ে নেত্রীকে ভুল বোঝানো হয়েছে।আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে।

আমার অস্তিত্বে জড়িয়ে আছেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। এই মানুষগুলোর জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি।

মেয়র জাহাঙ্গীর বলেন, আমাকে বহিষ্কার করে মানসিকভাবে আঘাত দেওয়া হয়েছে যা আমি ও আমার পরিবার মেনে নিতে পারছি না। আমি বহিষ্কারের বিষয়ে নেত্রীর কাছে রিভিউ করব।

তিনি বলেন, আমি পদ চাই না। আমি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকতে চাই।

সংবাদ সম্মেলনের আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কথা বলতে গিয়ে তিনি কান্নাকাটি করেন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here