আমেরিকা থেকে জীবনবোধের কবি-সাহানুকা হাসান শিখার জীবন ধর্মী কবিতা “শ্বাশত অনুভূতি”

274
সাহানুকা হাসান শিখার জীবন ধর্মী কবিতা “শ্বাশত অনুভূতি ”

শ্বাশত অনুভূতি
সাহানুকা হাসান শিখা

তোমার উপর ভরসা করে সেদিন
পেয়েছিলাম মুক্তির আস্বাদ।
আজ তুমি নেই,তাতে কি আসে যায়,
ভালোবাসা কি কখনও হয় বিষাদ?
একই ছাদের নীচে আছি দুজন,
দূরত্ব নয় যোজন যোজন।
একই বাতাসে নিচ্ছি নিশ্বাস
তাই তো হৃদয়ে অগাধ বিশ্বাস।
হয়তো আবারও একদিন আসবে মুক্তি
আমার কথায় আছে যুক্তি।
ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাবে যখন,
ব্যাথিত হবে এই বিভাগী মন।
আকাশ চিরে আসবে শীতল বারিধারা
আমি কি থাকবো সাথীহারা ?
সেদিন সত্যই তোমার কাছে আসবো চলে
ভিজবো দুজনে স্পর্শ জলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here