সাম্য দর্শনের কবি –মোঃহুমায়ুন কবীর(অর্ণব আশিক) এর কবিতা “স্মৃতির কোরক ”

322
সাম্য দর্শনের কবি –মোঃহুমায়ুন কবীর(অর্ণব আশিক) এর কবিতা “স্মৃতির কোরক ”

স্মৃতির কোরক

 মোঃহুমায়ুন কবীর(অর্ণব আশিক)

মাঝে মাঝে গাঁয়ে চলে যাই
খুলে দেই পুরনো স্মৃতির শ্লেট
খুঁজি ছেঁড়া ছেঁড়া শৈশব- কৈশোর
স্মৃতিমাখা পুরোনো দিন বুকে ঘাই মারে
পালায় নবীনকালের ছায়া এদিক-ওদিক।

বাড়ির উঠুন,
পুকুর ঘাটে শাড়ি পাল্টানো নারী ,
ধ্যানমগ্ন সাদা বক
পানকৌড়ির ডুব সাঁতার পুকুর জুড়ে
ডাহুকের মৃদুস্বর, হারানো অক্ষর হৃদয়ের
আমাকে ভাসায়, পিপাসায়।

মাঝে মাঝে গাঁয়ে চলে যাই
স্মৃতিময় পুরনো বাড়ি
ভাঙা ঘাট, পুরনো কবরস্থান
সন্ধ্যায় ঝিঁঝি ডাকে, হাসনাহেনা ছড়ায় সৌরভ
শিশুর পায়ে ঘুঙুরের সুর বাজে সুমধুর
স্নানে চলা নারী দেহাতি আঁচল
হাতে রেশমি চুড়ি ছড়ায় সুরের আরক,
টুংটাং বেজে যায় ঘোর লাগা সন্ধ্যায়।

মাঝে মাঝে গাঁয়ে চলে যাই
পিপাসা আকাশ খোঁজে মন
জানালার ওপাশে ভরা জোছনায়
খুঁজি হারানো স্মৃতির কোরক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here