” সোনার খাঁচা “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~
পড়ন্তবেলায় চেওনা মন
রুদ্ধদ্বারে হেনোনা আঘাত,
গুটিয়ে নিয়েছি কোন লগ্নে
সয়ে বহু ঘাতপ্রতিঘাত।
লৌহ পিঞ্জরে সোনার ময়না
মুখস্থ বুলি কেবল আওরায়,
মুগ্ধতায় ছুঁলে কারো মন
নিষ্ঠুর ময়না ফিরেনা চায়।
অপেক্ষা প্রহর কাটেনা ময়নার
জীবন যুদ্ধে মুক্তি চায়,
কাল নিশি হবেনা ভোর
প্রদীপ যবে নিভে যায়।
হারিয়ে যাবে মুছে যাবে
ময়নার সকল প্রীতি,
সোনার খাঁচায় আকড়ে রবে
ময়নার সকল স্মৃতি।