চাই অমৃত সুধা
সাহানুকা হাসান শিখা
আজকাল চোখের পাতা বন্ধ করলেই
একটি অনাহূত স্বপ্ন এসে বিরক্ত করে।
অযাচিত কিছু জল্পনা কল্পনা ভীড়ে,
আমার ঘুম ঘুম দুটি আঁখি জুড়ে।
আমি নিমিষেই চলে যাই গভীর সমুদ্র তলে
হারিয়ে যাই শৈবাল আর নোনা জলে।
তরীটি কি ভীড়বে এই অকূলের তীরে?
নাকি পালাবে কোন নিরাশার নীড়ে।
হায়রে নিয়তী বুঝা দায় তোর নীতি,
সবই শুধু অদ্ভুত অজানা ভয় ভীতি।
অবাক নয়নে চেয়ে থাকি আমি,
কি অপরাধ করেছে পৃথি,কেন নেই প্রীতি?
নিতে হবে পাপের শাস্তি,অশান্তি দিবারাত্রি
ক্ষমা করো হে নিষ্ঠুর প্রকৃতি,চাই অমৃত সুধা,
নিবারণ করো সকল ক্ষুধা।