নান্দনিকতার একটি অনবদ্য অনুভূতি “অনুভবে তুমি আছো ”কবিতাটি লিখেছেন কবি-শারমিন সিদ্দিকী।

572
কবি-শারমিন সিদ্দিকী

অনুভবে তুমি আছো

                      শারমিন সিদ্দিকী

গভীর নিস্তব্ধ রজনীতে খোদা তোমাকে দেখতে
আমি সপ্তম আসমানে তাকাই
দেখি তারায় খচিত আকাশ, চাঁদ, শুক্র গ্রহ
অনুভব করি এই নভোমন্ডলের সৌন্দর্য
তুমি আছো,তুমি আছো,তুমি আছো
তুমি আছো আমার অন্তঃস্থলে।

যেখানে নেই শয়তানের ওয়াস-ওয়াসা
নেই কোন বিদ্বেষ, নেই কোন হিংসা
তুমি আছো, তুমি আছো, তুমি আছো
সত্তর হাজার পর্দার ভিতরের
আমার ছোট্ট দিলের কোঠরে।

মাফ করো সব পাপী আত্মারে
ধুয়ে মুছে নাও আবার নতুন করে,
পথ দেখাও ওহে পথের মালিক
ভালোবাসো তোমার সব বান্দারে।

যে যতই করুক পাপ খোদা
তার থেকেও ভারী তোমার রহমতের ভান্ডার
তারই উছিলায় করো মাফ সবাইকে
যে আছে আমাদের তরীকতের কান্ডার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here