তোমার খোঁজে
মুকুল মাইতি
মেঘ বাদলের দিনে আজই মন মিলেছে ডানা,
ঝাপসা আলোয় পাই না খুঁজে তোমার আনাগোনা।
কালো মেঘের আড়ালেতে থমকে তোমার আকাশ
আমার আকাশ খোঁজে আজও তোমার বহিঃপ্রকাশ।
হঠাৎ ঝোড়ো হাওয়া এসে, জানান দিয়ে গেলো;
রূপের থেকে গুণের জন্য তোমায় বাসি ভালো।
সাদা মেঘের আলিঙ্গনে, হয় না ঢাকা রবি;
কালো মেঘের বজ্র শব্দে, হয়তো আমার হবি।