প্রিয় বন্ধু
——————
রোজিনা রুমি
আমার মন খারাপের দিনে তুমি একমুটো সুখ হাসি,
ব্যথার পাহাড় তুচ্ছ করে
সুখ দাও রাশি রাশি।
অমাবস্যার রাতেও কভু
জোৎস্নার আলো ছড়াও
দুচোখ জুড়ে এঁকে রাখো
স্বপ্ন দিবানিশি।
আমার মন ভোলাতে নিত্য তুমি
কাঁধে রাখো হাত,
ভালোবাসার পরম মায়ায়
কাছে থাকো দিনরাত।
তোমার দেয়া আশা ভরসায়
পূর্ণ হয় বুক,
সাত জনমেও মিটবে না
তোমায় কাছে পাওয়ার সুখ।
ভালো থেকো তুমিও সখা
এই প্রার্থনা করি
বিধাতার পরে সকল কাজে।
তাইতো তোমায় স্মরি।।