মনপোড়া বাঁশি
শাহিনা আকতার
দুঃখে ভারাক্লান্ত মন লিখতে চায় না একদম।
হানাহানি, কাটাকাটি, খুন-খারাবি আর বিশৃঙ্খলায় উত্তল দেশ,
কোথাও যেন নেই এতটুকু মুক্ত বাতাস
যেখানে মন শান্তিতে ফেলাই একটু দম।
কতশত কবি সাহিত্যিক লেখক লিখে গেছেন ধারাবাহিক,
হাজারো গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ নাটক।
শিক্ষাই জাতির মেরুদন্ড মর্মে
প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতির চর্চা
কোথাও রাখেননি কোনো অংশে কম।
শিক্ষিত হলো জাতি!
অক্ষর জ্ঞানার্জনে হলো নিরক্ষরতা দূর।
আশা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে
দাঁড়াবে মানুষ মানুষের পাশে,
ঘুচাবে ভেদাভেদ মানুষে মানুষে,
সে আশায় গুড়েবালি, বৃথায় বৃথা হতাশায় ভরপুর।
আজ জাতি শিক্ষিত হয়েছে ঠিকই,
কিন্তু পারেনি সুশিক্ষায় দীক্ষিত হয়ে উঠতে।
অতি অহংকার, আত্মকেন্দ্রিকতা ও দাম্ভিকতায়,
জাতির মেরুদন্ডকে পরিণত করেছে ঠুনকো কাঁচের মত ভঙ্গুরতায়।
মনপোড়া বাঁশি বলে বারংবার,
আর কত অপেক্ষা, লিখোনা
একখানা কবিতা!
বলি আমি… লিখায় নগণ্য,
আমার লিখা কবিতা এই জনমনে
হবে কি গণ্য?