বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-মানিক উল্লাহ রেজার নির্বাক অন্তরের কবিতা “গদ্যের দম্ভ”

498
মানিক উল্লাহ রেজার নির্বাক অন্তরের কবিতা “গদ্যের দম্ভ”

গদ্যের দম্ভ
মানিক উল্লাহ রেজা

~~~~

তুমি গদ্য আর আমি ছিলাম তোমার পদ্য,
আমার ছিলো সামান্য প্রাণবন্ত মূর্ছনা,
গদ্যের আকার অনেক বড়ো তাই হয়তো,
আজো তুৃমি টিকে আছো উপন্যাস হয়ে,
আর আমি পদ্য যার আকার ছোট,
তাই তোমার উপন্যাসে ছিলাম এক কোনে।

তোমার গদ্যে কতোনা চরিত্রের বিস্তার,
কতোনা সুন্দর আর কল্পনার অধিকার,
ছাড়িয়ে যেতে পারো পাহাড় নদী লোকালয় ছাড়ি,
সাজতে পারো অধিক রাজকন্যার কামনার রাজকুমার।

আমার পদ্যে একটি মাত্র সত্তার অধিকার,
তাকেই নিয়ে কত শত স্বপ্ন আশা দুর্নিবার,
আমি নির্দিষ্ট মাত্রায় কখনো সনেট-এ সীমাবদ্ধ,
আছে সুরের মূর্ছনা তবুও ক্ষুদ্র নাম সুবিন্যাস্ত পদ্য।

তাই হারিয়ে কিংবা হেরে যেতে হয় গদ্যের ধম্বে,
সব শেষে অব্যর্থ চেষ্টারত পদ্যের হয় অবসান,
ভোরের আলোয় আলোকিত হওয়ার পূর্বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here