ধর্ম দেশ সব আমাদের
—তাসলিমা পাটোয়ারী…
যদি বলো এদেশ রক্তের স্রোতে ভাসবেই
তবে বন্ধু, আবার শেরে বাংলাও আসবেই।
যদি বলো এদেশে আবার যুদ্ধের দামামা বাজবেই
তবে তিতুমীরের বাহিনীরা রণ সাজে ফের সাজবেই।
হায় নুসরাত, তনু আর ফেলানিরা বিচার পাবেনা
তাবলে কি বন্ধু তারামন বিবিদের জন্ম হবেনা?
এই বাংলার মাটিতে শত্রুরা যতদিন ঘাটি গাড়বে
নতুন করে আবার কেউ মুজিব-জিয়ার মতো লড়বে।
যদি বলো আবার নতুন করে ধর্মের তরে হবে যুদ্ধ
তবে বাংলার তরুণেরা উমর (রাঃ),আলীর (রাঃ) বেশে করবে দেশকে শুদ্ধ।
যদি আলেমদের মাঝে ছড়িয়ে যায় বেদ্বীন-বেদাতির কাজ
তবে আবার আসবে কেউ ধরে মঈনুদ্দিন চিশতী (রহ:) -এর সাজ।
যতই যেদিকে যাও একদিন এদেশে কালিমার পতাকা উড়বেই
‘তালায়াল বাদরু আলাইনার’ সুরে খুশির জোয়ারে সবে ভাসবেই।
(প্রতিভা সন্ধান কাব্য পরিষদে আজকের( ২৮/০৮/১৯ ইং) কবিতাগুলোর মাঝে সেরাদের সেরা নির্বাচিত হয়।)