“ভালবাসা নয়, মোহ-মায়া” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

1133
“ভালবাসা নয়, মোহ-মায়া” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

“ভালবাসা নয়, মোহ-মায়া”

            হামিদা পারভিন শম্পা

কত লগ্ন পেরিয়েছে ঠিক
মনে পড়েনা আর,
চোখের তারায় খুঁজে নিতে
আমাকে বারংবার।

অধিকার বলে ধরেছিলে হাত
ভালবাসায় সিক্ত করে,
স্মৃতি হাতড়াতে আত্মদহনে
মন-প্রাণ যায় পুড়ে।

বৃথাবেগ সব দিয়েছি জলাঞ্জলি
অভিমান-অভিযোগের ভিড়ে,
মন-মন্দিরে অাজ নেই কোন ঠাঁই
খুঁজিনা তাই আর তারে।

তবে কি সেটা ভালবাসা নয়
ছিল কোন মোহ-মায়া?
সে কারণেই কি পড়ে না কারো
মনের মাঝে ছায়া?

প্রতিচ্ছবি হলো জানি না কবে
কখন যে কার প্রতিদ্বন্দ্বি,
কলঙ্কিত সবই যবনিকা টানলাম
কলুষিত সে মনের সন্ধি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here