তোমায় ঘিরে সবটা
নীলা আলম
কোন সে কথায় মন পুড়েছে তোমার মনের ঘরে,
লিখলাম চিঠি পাঠিয়ে দিলাম হাওয়ায় গেলো উড়ে।
আমার মত তোমারো কি
আমায় মনে পরে?
দুঃখভোলা সুখ পাখিটার
অশ্রু নয়ন ভরে।
হাত বাড়িয়ে ছুঁইছি তোমায়
দেখছো নাকি চেয়ে,
ধন্য ছিলে এই জীবনে
আমায় সাথী পেয়ে।
সত্যি করে বলছি আমি
প্রেম যে মধুময়,
চিরসাথী তুমি আমার
স্বপ্ন অনুনয়।