আগুন
নাসিমা হক মুক্তা
এসো বৈশাখী ঝড় হয়ে –
টান দাও তোরঙ্গে জোয়ারে
ভাসাও রোদ্দুর মাখা ঘামের তরীতে।
আলুথালু কুঁড়ির যত খিদা
বালিতে লুকাক মুখ
শিমুল তুলোর কোমলে ফুটুক যত ফুল।
সেই ফুলের করতলে
সিঁদুরের মান বাড়ুক
দু,গুণ, তিন,গুণ আরো শত গুণ
বৈশাখী ঝরাপালকে জ্বলুক আগুন আর আগুন।