সমকালীন সৃজনশীল কবি-শেখ পাভেল আকবর এর কবিতা“তুমি ঘুড্ডি আর আমি লাটাই ”

383
শেখ পাভেল আকবর এর কবিতা “তুমি ঘুড্ডি আর আমি লাটাই ”

তুমি ঘুড্ডি আর আমি লাটাই

শেখ পাভেল আকবর

আমি জ্ঞানী নই তার চেয়ে বেশি ,
আমি ক্ষমতাধর নই ,
তার চেয়ে বেশি ?

আমি ক্ষমাশীল নই ঐ তার চেয়ে বেশি ??
তাহলে আমি কি ?

আমি…..??
আমি তো তার কেয়ারটেকার মাত্র দুই দিনের ?

কিসের লোভ আর কিসের হিংসা
বন্ধু …… বলো তো ??
তোমার আর আমার মাঝে ?

কোনো কিছুই….
রইবে না যে তা কখনোই চিরকাল

আমি তার গ্রামের বাড়ির অতিথি হয়ে এলাম ,
দেখলাম , শুনলাম ,আর বুঝলাম….

এগুলোর পর আমি তার গ্রামের জন্য কি করলাম কি দেখালাম এবং কিই বা করে গেলাম ??

আমার অংকের খাতাটা রইলো জমা ঐ তার ড্রয়ারে…

যে আমাকে অতিথি করে পাঠিয়েছিলো তার এই পৃথিবীতে ???

যেতে হবে তার কাছে
লাটাই আছে তার হাতে……
তাই তো ভাবি একা একা বসে ??

কিছু কিছু সম্পর্ক এমন হয়………
যেখানে দেখার দরকার হয়না”

কোনো চাওয়া থাকে না” কোনো স্বার্থ খোঁজে না ”
তারপরেও অনেক মায়া জন্মে যায় পৃথিবীটার বুকে !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here