সমকালীন সৃজনশীল কবি-হামিদা পারভিন শম্পা এর কবিতা “বাঙ্গালির উৎসব ”

404
সমকালীন সৃজনশীল কবি-হামিদা পারভিন শম্পা এর কবিতা “বাঙ্গালির উৎসব ”

বাঙ্গালির উৎসব

          হামিদা পারভিন শম্পা

~~~`~~~~~~~~~~

মুছে যাক গ্লানি ঝরে পড়ুক জীর্ণতা
পাওয়া না-পাওয়ার স্মৃতি,
নতুন সূর্য স্নানে ভরে উঠুক মন
আনন্দময় হউক সকল প্রীতি।

চৈত্রের খরতাপে ঝলসানো ক্ষন
নোনা জলের দীর্ঘশ্বাস!
বৈশাখের স্নিগ্ধতায় শিহরিত মন
বৈরিতা বিসর্জনের আশ্বাস।

নানা রঙে বর্ণালী ঢংয়ে
আটপৌরে যে শাড়ি,
সিঁথির সিঁদুর চোখে কাজল
রেশমি চুড়ি হাতে নারী।

বাজে ঢাকঢোল তানপুরার সুর
বাঙালী মাতোয়ারা উৎসবে,
নতুন উদ্দীপনায় এগিয়ে চলা
ব্যর্থতায় পিছিয়ে না রবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here